ঢাকা: গণপিটুনি প্রতিরোধ এবং জড়িত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়া হয়েছে, তা জানাতে চেয়েছে হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব ও পুলিশের মহাপরিদর্শককে আগামী ২৮ নভেম্বরের মধ্যে এ বিষয়ে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে। আজ সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ রুলসহ এই আদেশ দেয়। আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, শিক্ষা সচিব, পুলিশের আইজি, ডিএমপি কমিশনার ও বাড্ডা থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইশরাত জানান, সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্র বা সরকার ব্যক্তির নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই গ্রাউন্ডে আমরা রিটটি করেছিলাম। আদালত রুলসহ অন্তবর্তী আদেশ দিয়েছেন।