মোঃ আবু বক্কর সিদ্দিক সুমন,উত্তরা প্রতিনিধিঃ রাজধানী উত্তরার আব্দুল্লাহপুর এলাকা থেকে ভুয়া র্যাব পরিচয়ধারী এক যুবককে আটক করেছে উত্তরা ট্রাফিক পুলিশ। আটককৃত যুবক পীরগঞ্জ জেলার মোহাম্মদ আলী মিয়ার ছেলে রবিউল ইসলাম (৩৪)। গতকাল শনিবার সকালে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানায় সোপর্দ করে উত্তরা ট্রাফিক বিভাগ।
ট্রাফিক উত্তরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জুলফিকার আলী প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত যুবক টাঙ্গাইলের বাসে করে আসা যাত্রীদের র্যাব পরিচয়ে বাস থেকে নামিয়ে আব্দুল্লাহপুর এলাকার ফুটওভার ব্রিজের উপর তল্লাশি করছিল। যাত্রীদের তল্লাশির সময় টাকা পয়সা হাতিয়ে নিলে সন্দেহ হয় কমিউনিটি পুলিশের। ঘটনাটি ট্রাফিক পুলিশকে জানানো হলে তাৎক্ষণিক ট্রাফিক পুলিশ সদস্যরা যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে সে নিজেকে র্যাব সদস্য বলে পরিচয় দেয়।
এসময় তার কথায় সন্দেহ হলে ব্যাপক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসতে থাকে আসল রহস্য। আটককৃত যুবক রবিউল ইসলাম পূর্বে সেনাবাহিনীতে কাজ করতেন। পরে সেখান থেকে চাকরীচ্যুত হওয়ার পর নামেন এই ধরনের অপকর্মে।