ঢাকা: রাইড শেয়ারিংয়ের ওপর ৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট নিয়ে ব্যাখ্যা দিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের ব্যাখ্যা অনুযায়ী, রাইড শেয়ারিং অ্যাপস পরিচালনাকারী প্রতিষ্ঠানের প্রাপ্ত টাকার ওপরেই শুধু ভ্যাট বসবে। চালকের প্রাপ্ত ভাড়ার টাকার ওপর কোনো ভ্যাট বসবে না। ভ্যাট যাত্রীদের দেওয়া ভাড়ার ওপর বসবে না।
এনবিআরের রাইড শেয়ারিংয়ের ব্যাখ্যায় বলা হয়েছে, রাইড শেয়ারিং অর্থ হলো কোনো ইন্টারনেট বা ওয়েব বা অনলাইন প্ল্যাটফর্ম বা মোবাইল বা অন্য কোনো ইলেকট্রনিক অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যক্তিমালিকানাধীন মোটরযানের মাধ্যমে প্রদত্ত যাত্রী পরিবহন সেবা। এই ধরনের সেবা দিতে ব্যক্তিগত পরিবহনের মালিক নিজে বা চালক দিয়ে অ্যাপস ব্যবহার করে যাত্রী পরিবহন করেন।
যাত্রীরা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে ভাড়া প্রদান করেন। সেই ভাড়ার একটি অংশ উবার, পাঠাওয়ের মতো অ্যাপসভিত্তিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান পায়। সেই সেবা প্রতিষ্ঠানের প্রাপ্ত টাকার ওপর ৫ শতাংশ ভ্যাট বসবে। নতুন ভ্যাট আইন অনুযায়ী, যানবাহন চালকদের সেবার বিনিময়ে প্রাপ্ত আয় পুরোপুরি ভ্যাটমুক্ত।