ঢাকা: অভিন্ন সীমান্ত সমস্যা নিয়ে দ্বিপক্ষীয় আলোচনায় যোগ দিতে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং যাচ্ছেন কুড়িগ্রামসহ সাত জেলার জেলা প্রশাসক, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, পুলিশ প্রশাসন, বিজিবি, পানি উন্নয়ন বোর্ড, কাস্টমস এপসাইজ অ্যান্ড ভ্যাট এবং নারকোটিপ বিভাগের ৫২ কর্মকর্তা।
সোমবার সকালে সিলেটের তামাবিল চেকপোস্ট হয়ে ভারতের ডাউকি চেকপোস্ট দিয়ে মেঘালয়ে প্রবেশ করবেন কুড়িগ্রাম, জামালপুর, ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট জেলার জেলা প্রশাসকসহ অন্য কর্মকর্তারা।
শিলংয়ে মঙ্গলবার সীমান্তে হত্যা বন্ধ, মাদক ও চোরাচালান বন্ধ, বর্ডার হাট, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন অভিন্ন সীমান্ত সমস্যা নিয়ে মেঘালয় রাজ্যের সংশ্নিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দিনব্যাপী আলোচনা হবে বলে জানিয়েছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন।
জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবিরের নেতৃত্বে ৫২ সদস্যের এই দলে জেলা প্রশাসকসহ কুড়িগ্রামের আটজন কর্মকর্তা রয়েছেন। বাকিরা হলেন- পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিজিবির ১৫ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ারুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান, রাজিবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, নারকোটিপ বিভাগের অতিরিক্ত পরিচালক মাসুদ হোসেন ও রৌমারী কাস্টমস এপাইজ অ্যান্ড ভ্যাট সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা আফতারুল ইসলাম।