সম্প্রতি হংকংয়ে ডলার বহনকারী একটি ভ্যান দুর্ঘটনার শিকার হয়ে অর্থ ছড়িয়ে পড়লে আশপাশের মানুষেরা তা লুটে নেয়। হংকংয়ের ওই অর্থের মান ৬ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ। বুধবার দুপুরে হংকং দ্বীপের ওয়ান চাই এলাকার ব্যস্ততম একটি প্রধান সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি। এসব টাকা ফেরত দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে হংকং পুলিশ। দুর্ঘটনার পর ৪৫ লাখ ইউএস ডলারের সমপরিমাণ ৩ কোটি ৫ লাখ হংকং ডলার রাস্তায় ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ আসার আগেই কয়েক ডজন লোক টাকা কুড়িয়ে পকেটে ভরে নিয়ে চলে যায়। রাস্তায় গাড়ি ফেলে রেখে লোকজন টাকা লুটের জন্য ব্যস্ত হয়ে পড়লে সড়কটিতে ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
রাস্তা থেকে প্রায় ২ কোটি হংকং ডলার উদ্ধার করে পুলিশ। টাকা ফেরত না দিলে তা ‘অতি গুরুতর অপরাধ’ হিসেবে গণ্য করা হবে বলে সতর্ক করেছে পুলিশ।
গাড়িচলাচলের রাস্তাজুড়ে বান্ডিল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নোট ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা, কেউ কেউ প্লাস্টিক ব্যাগে রক্ষিত ৫০০ হংকং ডলারের বান্ডিল পড়ে থাকতে দেখেছেন বলে জানিয়েছেন।
একজন প্রত্যক্ষদর্শী সাউথ চায়না মর্নিং পোস্টকে জানিয়েছেন, তিনি হংকংয়ের বাসিন্দা এক নারীকে এ রকম অন্ততপক্ষে ১০টি বান্ডিল নিয়ে যেতে দেখেছেন।
ঘটনার কিছুক্ষণ পর পুলিশ সুপারিনটেনডেন্ট ওয়ান সিউ-হং যারা টাকা নিয়েছেন তাদের যত শিগগির সম্ভব পুলিশের কাছে টাকা ফেরত দেয়ার আহ্বান জানিয়েছেন। কেউ নিজ ব্যবহারের জন্য এই টাকা রেখে দিলে তা চুরির অপরাধ বলে গণ্য হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। দুর্ঘটনার কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে এবং এ বিষয়ে সকল সম্ভাব্য বিষয় মাথায় রাখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।