স্মার্টফোন আমাদের প্রকৃতিগতভাবে আরো স্মার্ট করে দেয় না। তবে স্পর্শের ক্ষেত্রে মস্তিষ্কের আচরণকে বদলে দিতে পারে। নতুন এক গবেষণায় দেখা গেছে, যারা আগের কিপ্যাডসহ মোবাইল ব্যবহার করেন, তাদের চেয়ে টাচস্ক্রিনের স্মার্টফোন ব্যবহারকারীদের মস্তিষ্ক অনেক বেশি কাজ করে।
‘কারেন্ট বায়োলজি’-তে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, হাতের আঙ্গুলের চটজলদি ব্যবহারে অভ্যস্ত ও দক্ষ হয়ে ওঠে মস্তিষ্ক। হাতের বৃদ্ধাঙ্গুলি, মধ্যমা এবং তর্জনির অহরহ ব্যবহারের কারণে মস্কিষ্ক হয় আরো বেশি কর্মদক্ষ। আর এদিক থেকে স্মার্টফোন মানুষকে বেশ স্মার্ট করে তুলছে।