ঢাকা: বিচারপ্রার্থীদের সহজে ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করার জন্য বিচারপতি ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের বিচারকের একটি প্রতিনিধি দল রোববার বিকালে বঙ্গভবনে প্রেসিডেন্টের কাছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন দাখিল করতে গেলে প্রেসিডেন্ট এ আহ্বান জানান। প্রেসিডেন্টের প্রেস সচিব জয়নাল আবেদিন বলেন, সাক্ষাতকালে প্রেসিডেন্ট দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রমে সস্তোষ প্রকাশ করে বিচারপ্রার্থীদের সহজে ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করতে বিচারকদের আরো সক্রিয় হওয়ার আহ্বান জানান। প্রতিনিধি দল প্রেসিডেন্টকে তার কাছে দাখিলকৃত প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রধান বিচারপতি প্রেসিডেন্টকে অবহিত করেন যে, মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আদালতে সন্ধ্যাকালীন অধিবেশনের ব্যাপারে প্রয়োজনীয় দিকনির্দেশনা জারি করা হয়েছে। প্রধান বিচারপতি আরো বলেন, বিশেষ করে ৫ বছরের পুরনো অনিষ্পত্তিকৃত মামলাকে অগ্রাধিকার দিয়ে মামলা দ্রুত নিষ্পত্তি নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিলেন বিচারপতি মোহাম্মদ ইমান আলী, মির্জা হোসেইন হায়দার, তারিক উল হাকিম, সালমা মাসুদ চৌধুরী, সৈয়দ রেফাত আহমেদ, মো. আসফাকুল ইসলাম, মইনুল ইসলাম চৌধুরী, ওবায়দুল হাসান ও নাইমা হায়দার।