সোহরাওয়ার্দী উদ্যানে র‌্যাবের অভিযান, নারীসহ ৪৪ জনকে দণ্ড

Slider বিচিত্র


ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৪ জনকে শাস্তি দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাত আদালত। এর মধ্যে দুইজন নারী রয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ বিষয়ে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, মাদক সেবন ও বিক্রির দায়ে তাদের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। তারা দীর্ঘদিন থেকে এই উদ্যানে মাদক বিক্রি ও সেবন করে আসছিলো। তাদের কাছ থেকে গাঁজা, গাঁজা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। ৪৪ জনের মধ্যে ছয় জন শিক্ষার্থী ও দুই জন নারী রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *