বগুড়ায় খামার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Slider গ্রাম বাংলা

বগুড়ায় জাব্বারুল (২৬) নামের এক খামার ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃৃত্তরা । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে শাহজাহানপুর উপজেলার খোট্রাপাড়া ইউনিয়নের বড়চাঁন্দাই গ্রামে । ধারণা করা হচ্ছে, চাঁদাবাজীর টাকা দিতে অস্বীকৃতি ও পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। নিহত জাব্বারুল বড়চাঁন্দাই গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত জাব্বারুল এলাকায় গবাদি পশু খামার ব্যবসার সাথে জড়িত। সে এলাকার তরুণ খামারি হিসাবে বেশ সুনাম করে । আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সে তার খামার থেকে বেশ কিছু গরু বিক্রির প্রস্তুতি নিয়েছিল।

তার এই উন্নতির কারণে তাকে অনেকে ঈর্ষা করত। সম্প্রতি এলাকার একটি প্রভাবশালী গ্রুপের সাথে তার মনোমালিন্য চলছিল। ধারণা করা হচ্ছে, মোটা অংকের চাঁদার কারণে তাদের মনোমালিন্য বিস্তৃতি লাভ করে ।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে তাকে তার বাড়ি থেকে ডেকে নেয়া হয়। এসময় তার বাড়ির পেছনে নিয়ে যাবার এক পর্যায়ে তাকে কয়েকজন দুর্বৃত্ত রামদা ও কুড়ালসহ ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে । তার আত্মচিৎকারে গ্রামের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা তাকে ফেলে রেখে পালিয়ে যায় । পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে শাহাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি সার্বিক) মুহা আজিমের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনা নিশ্চিত করলেও ঘটনার সাথে জড়িত এবং হত্যকাণ্ডের কোন কারণ সম্পর্কে কোন ধারণা দিতে পারেননি। ঘটনার পর বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) সনাতন চত্রুবর্তীসহ পুলিশের উর্ধতনরা হাসপাতালে ছুঁটে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *