খাগড়াছড়িতে টানা বর্ষণে পৌর শহরের বিভিন্ন এলাকায় পাহাড় ধস দেখা দিয়েছে। সোমবার দুপুরে হাসপাতাল মসজিদের মোয়াজ্জেন মোতালবের বাড়িটি পাহাড় ধসে ভেঙে পড়ে। এসময় ঘরে তার পরিবারের কেউ না থাকায় তারা বেঁচে যায়।
মোয়াজ্জেন মোতালেব জানান, হঠাৎ করে তার পাশে পাহাড়ের ধারক পাকা দেওয়ালটি ভেঙে পরে তার বাড়িতে।
এসময় তিনি এবং তার পরিবার বাহিরে থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তার পাশের বাড়ি মোশতাফা ও রানার বাড়ি দু’টিও পাহাড় ধসের আতংকে রয়েছে। পৌর প্রসাশন শহরে মাইকিং করে নিরাপদস্থলে ও আশ্রয় কেন্দ্রে চলে আসার জন্য পাহাড়ে বসবাসরত পরিবারদেরকে নির্দেশ দিয়েছে।
পৌর মেয়র মো. রফিকুল আলম হাসপাতাল এলাকার পাহাড় ধসের কথা স্বীকার করে জানান, কুমিলাটিলা, সবুজবাগ এলাকায় পাহাড়ে বসবাসরতদের নিরাপদস্থলে আসার নির্দেশ দিয়েছি। এদিকে চট্টগ্রামের অক্সিজেন এলাকায় খাগড়াছড়ির শান্তি পরিবহনের কাউন্টারটিসহ লোকাল বাস কাউন্টারটি টানা বর্ষণে পানিতে ডুবে যায়। ফলে সকাল থেকে খাগড়ছড়ি চট্টগ্রাম যাত্রীবাহী বাস যোগাযোগ বন্ধ ছিল। টানা বর্ষণে জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধস দেখা দিয়েছে। খাগড়াছড়ির জেলা পরিষদের পার্কে পাহাড় কেটে ব্রিক সলিং রাস্তা করায় তা এখন বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে।