ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি সামরিক ক্যাম্পে দু’জন সন্দেহভাজন ‘আত্মঘাতী বোমা হামলাকারীর’ হামলায় আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২২ জন।
ফিলিপাইনের আর্মড ফোর্সেসের পশ্চিমাঞ্চলীয় মিন্দানাও কমান্ডের মুখপাত্র মেজর আরভিন এনকিনাস বলেছেন, সুলুর ইন্দানানের তানজুংয়ে আর্মি ফার্স্ট ব্রিগেডের কমব্যাট টিমের সদর দফতরে শুক্রবার দুপুর ১২টার দিকে এই হামলা ঘটে।
নিহত আটজনের মধ্যে তিনজন সেনা সদস্য, তিনজন বেসামরিক ব্যক্তি এবং দুজন বোমা হামলাকারী রয়েছে।
আর আহতদের মধ্যে ১০ জন বেসামরিক নাগরিক ও ১২ জন সেনা সদস্য রয়েছে।
ফিলিপিন্সের আর্মড ফোর্সেসের পশ্চিমাঞ্চলীয় মিন্দানাও কমান্ডের কমান্ডার হিসেবে মেজর জেনারেল কিরিলিটো ই. সোবেজানা দায়িত্ব গ্রহণের সময় এক অনুষ্ঠানে ওই হামলা চালানো হয়।
এনকিনাস আরব নিউজকে জানিয়েছেন, সন্দেহভাজন বোমা হামলাকারীরা ক্যাম্পে ঢোকার চেষ্টা করে।
তবে প্রথম সন্দেহভাজনকে ক্যাম্পের গেটেই আটকে দেয় সেনা সদস্যরা।
তিনি বলেন, মনে হচ্ছে সন্দেহভাজনদের প্রাথমিক পরিকল্পনা ছিল ক্যাম্পের ভেতর বোমা নিয়ে প্রবেশ করা। কিন্তু গেটে তল্লাশির সময় আমাদের সেনা সদস্যরা ওই ব্যক্তিদের কাছে বিস্ফোরক খুঁজে পায়। যা হঠাৎ করে বিস্ফোরিত হয়।
এর ফলে ঘটনাস্থলেই একজন বোমা হামলাকারী, তিনজন সেনা সদস্য এবং পাশে থাকা তিনজন বেসামরিক ব্যক্তি নিহত হয়। ওই বোমার বিস্ফোরণের পর ক্যাম্পের গেট উড়ে যায়। ফলে অপর সন্দেহভাজন ব্যক্তি ক্যাম্পের ভেতর ছুটে গিয়ে দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ওই বোমা হামলাকারীর মৃত্যু হয়।
এদিকে পুলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই বোমা হামলার পর সেখানে হামলা চালায় সশস্ত্র ব্যক্তিরা। এসময় সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে সেনা সদস্যদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বোমা হামলাকারীরা ফিলিপাইনের নাগরিক নাকি বিদেশি সে বিষয়ে এখনও কিছু জানাননি এনকিনাস।
অন্যদিকে এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস।