সশস্ত্র বাহিনীকে অত্যাধুনিক ও সময়োপযোগী করতে রাশিয়ার সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি সই করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার চট্টগ্রামে ভাটিয়ারীতে মিলিটারী একাডেমির প্যারেড গ্রাউন্ডে সেনাবাহিনীর নতুন কমিশনপ্রাপ্ত অফিসারদের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, চীন ও সারবিয়া থেকে সামরিক সরঞ্জাম সংগ্রহের প্রক্রিয়া চলছে। সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য ট্যাংক, এপিসি, মাল্টিব্যারেল রকেট লাঞ্জারসহ বহু অত্যাধুনিক সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে।
তিনি বলেন, সেনাবাহিনী দেশে ও বিদেশে অর্পিত দায়িত্ব পালনে স্বীয় দক্ষতা ও পেশাদারিত্বের জন্য সব মহলের প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছে। এ সুনাম অক্ষুণ্ন রেখে সেনাবাহিনীকে উত্তরোত্তর উন্নতির দিকে নিয়ে যেতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৪ সালের প্রতিরক্ষা নীতির আলোকে ফোর্সেস গোল প্রণয়ন করা হয়েছে।
তিনি শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষা করার জন্য নতুন কমিশনপ্রাপ্ত ক্যাডেটদেরদের আহ্বান জানান।