দিনাজপুরের বিরলে সাধারণের ব্যবহারের জন্য ঐতিহ্যবাহী দেওয়ানজীদিঘী পুকুরে বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। পুকুরে রুই, কাতলা, জাপানি, শেরন পুটিসহ বিভিন্ন ধরনের প্রায় ৫ মন মাছের পোনা অবমুক্ত করা হয়।
বুধবার দুপুরে দিনাজপুর বিরল উপজেলার ফরক্কাবাদ ইউপির দেওয়ানজদিঘী ঈদগাহ ইসলামিয়া এতিমখানা ও মাদ্রাসার বাস্তবায়নে সাধারণের ব্যবহারের জন্য দেওয়ানজীদিঘী পুকুরে বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- দেওয়ানজদিঘী ঈদগাহ ইসলামিয়া এতিমখানার সাধারণ সম্পাদক আবু সাইদ, মাদ্রাসারা সভাপতি মোকাদ্দেক আলী, অধ্যক্ষ মাওলানা আশরাফ উদ্দীন আহমেদ, যুব নেতা আফসার আলী ও আব্দুর রাজ্জাকসহ স্থানীয় ব্যক্তিবর্গ।