নিজস্ব প্রতিবেদক গাজীপুর: গাজীপুর সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট রিনা পারভিননের পক্ষে আচরণবিধি ভেঙে সভা ও গণসংযোগ করে ভোট চেয়েছেন ক্ষমতাসীন দলের এমপি ইকবাল হোসেন সবুজ
রোববার (১৫ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন জায়গায় দলীয় প্রার্থীকে সাথে নিয়ে নৌকার পক্ষে ভোট চেয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার পিরোজআলী, ভাওয়ালগড় ও মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় মিছিল নিয়ে নৌকার পক্ষে ভোট চান এমপি ইকাবল হোসেন সবুজ। প্রকাশ্যে এমন ভাবে ক্ষমতাসীন দলের এমপি ভোট চাওয়ায় সুষ্ঠ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তাঁরা। শুধু মাঠে ঘাটে নয়, নিজের ফেসুবক পেইজেও গণসংযোগের ছবি পোষ্ট করে নৌকার পক্ষে প্রচারণা চালানো বিষয় নিশ্চিত করেন ইকবাল হোসেন সবুজ।
এসময় তাঁর সাথে ছিলেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, আওয়ামীলীগ নেতা আমির হামজা, ভাইস চেয়ারম্যান মাহাতাব উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোশারফ হোসেন ভূঁইয়া, জেলা পরিষদ সদস্য রাশিদা খন্দকার, প্রভাষক সাজেদুল ইসলাম সুরুজসহ বিভিন্ন দলীয় নেতাকর্মীরা।
বর্তমান উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সংসদ সদস্য প্রচারণা চালিয়েছেন। শত শত কর্মী-সমর্থকের মোটরসাইকেল বহর নিয়ে তিনটি ইউনিয়নে গণসংযোগ করেছেন তিনি।
আচরণবিধি ভেঙে গণসংযোগ করা প্রসঙ্গে জানতে চাইলে স্থানীয় সাংসদ ইকবালহোসেনসবুজ বলেন, ভোট চাইতে নয়, আমার নির্বাচনীয় এলাকা তাই উন্নয়ন কাজ দেখতে গিয়েছিলাম।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রির্টানিং কর্মকর্তা মো.আবু নাসার উদ্দিন বলেন, বিষয়টি আমাকে স্বতন্ত্র প্রার্থী মোঠোফোনে জানিয়েছেন। তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।