ডেস্ক: ওভালে কিছুটা মেঘলা আবহাওয়ায় টসে হেরে ব্যাটিং করতে হবে বাংলাদেশকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর আজ নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে বাংলাদেশ নামছে অপরিবর্তিত একাদশ নিয়েই।
নিউজিল্যান্ডের ফাস্ট বোলিং যেকোনো বিচারেই শক্তিশালী। মেঘলা আবহাওয়ায় তাদের গতি আর সুইংয়ের সামনে এটি কিন্তু বড় পরীক্ষাই। এই পরীক্ষায় বাংলাদেশের ব্যাটসম্যানরা উতরে যেতে পারবেন কি না, তার ওপর নির্ভর করছে অনেক কিছুই।
নিউজিল্যান্ডও শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েই বিশ্বকাপ শুরু করেছে। আজকের ম্যাচে তারাও তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দীন, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান