ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) রোহিঙ্গাদের ওপর নীপিড়নের ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে।
মক্কায় ওআইসির শীর্ষ সম্মেলনে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলার বিষয়ে ইঙ্গিত পাওয়া গেছে। গত শনিবার শেষ হওয়া চতুর্দশ ওআইসি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মিয়ানমারে রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্র হিসেবে জবাবদিহি নিশ্চিত করতে ওআইসির পক্ষ থেকে গাম্বিয়ার নেতৃত্বে অ্যাডহক কমিটিকে ওই মামলা করতে বলা হয়েছে।
ওআইসি শীর্ষ সম্মেলনে ‘মক্কা ঘোষণা’য় রোহিঙ্গা শব্দটির সরাসরি উল্লেখ না থাকলেও সম্মেলনের আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে ঘোষিত ইশতেহারে রোহিঙ্গা প্রসঙ্গ এসেছে। শীর্ষ সম্মেলনের ১০২ দফা ইশতেহারের মধ্যে ৪৫তম দফায় রোহিঙ্গাদের মানবেতর পরিস্থিতির গভীর নিন্দা জানানো হয়েছে।
২৫ আগস্ট ২০১৭ সালে মায়ানমারের সামরিক বাহিনীর দ্বারা শুরু হওয়া গণহত্যা থেকে পরিত্রাণ পেতে প্রায় লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নেয়।
বিগত তিন দশক ধরে মায়ানমার সরকারের সহিংস নির্যাতন থেকে রক্ষা পেতে রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে অবস্থান করছে।