দুঃখ সে তো অতি আপন
একান্ত এক নদী,
নিবিড় মায়ায় বুকের মাঝে
বইছে নিরবধি।
তার ঢেউতে হৃদয় ভাঙ্গে
তার জোয়ারে ভাসি,
ভাটা যে নেই সেই নদীতে
জোয়ার বারোমাসি।
তার সাথেই গোপন সখ্য
যতো মাখামাখি,
মেকী সুখের চাদর দিয়ে
তাকে ঢেকে রাখি।
এই নদী টা আর কারো নয়
আমার ই শুধু থাক,
এই নদীতে কেউ ছোঁয়ো না
চেওনা কেউ ভাগ।