তালিকা অনুযায়ী কৃষকদের বাড়িতে বাড়িতে গিয়ে বোরো ধান কিনছেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাব্বির আহমেদ। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার মহিষার ও ছয়গাঁও এলাকার কৃষকদের বাড়ি গিয়ে সরকার নির্ধারিত মূল্যে ধান কেনেন তিনি।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাব্বির আহমেদ বলেন, তালিকাভুক্ত যেসব কৃষক রয়েছেন তাদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ২৬ টাকা দরে ধান কেনা হচ্ছে। কৃষকদের বলা হয়েছে তারা যেন পাইকারী বিক্রেতাদের কাছে ধান বিক্রি না করেন।
কৃষকদের সঙ্গে আলোচনা করে জেনেছি সরকার নির্ধারিত মূল্যে ধান কিনলে লাভবান হন তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা ও স্থানীয় চেয়ারম্যান-মেম্বারদের নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে সরকারের নির্ধারিত মূল্যে ধান কেনা হচ্ছে। এর ফলে ক্ষতির সম্মুখীন হবেন না কৃষক।
এ সময় ভেদরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শাখাওয়াত হোসেন, উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ভেদরগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, উপজেলা থেকে চলতি বোরো মৌসুমে ১২৪ মেট্রিক টন ধান কেনা হবে। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ২৪ মেট্রিক টন ধান কেনা হয়েছে। প্রতি কেজি ২৬ টাকা দরে।
এবার ভেদরগঞ্জ উপজেলায় বোরো আবাদের লক্ষমাত্রা ছিল ৪ হাজার ৮৬৮ হেক্টর। অর্জিত হয়েছে ৪ হাজার ৮২৮ হেক্টর।