রোহিঙ্গা সমস্যার একটি স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব রয়েছে বলে মনে করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা আজ শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি একটি আন্তর্জাতিক ইস্যু। রোহিঙ্গা সমস্যার একটি স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব রয়েছে।
গতকাল মঙ্গলবার কেনিয়ার রাজধানী নাইরোবিতে অনুষ্ঠিত ইউএন-হ্যাবিটাট এসেম্বলীর প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের একটি সেশনে বাংলাদেশ স্টেটমেন্ট প্রদানকালে মন্ত্রী এসব কথা বলেন।
ঢাকায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
উল্লেখ্য, কেনিয়ার রাজধানী নাইরোবীতে ২৭ মে থেকে ৩১ মে পর্যন্ত পাঁচ দিনব্যাপী ইউএন-হ্যাবিটাট এসেম্বলীর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। এই অধিবেশনে বাংলাদেশসহ জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের সরকারি, বেসরকারি সংস্থা ও সিভিল সোসাইটির প্রতিনিধিগণ অংশগ্রহণ করছেন।
অধিবেশনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
গণপূর্তমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা ইস্যুটি আমরা আমাদের সর্বোচ্চ সাধ্য দিয়ে মোকাবেলা করছি। আন্তর্জাতিক সম্প্রদায়ও রোহিঙ্গাদের জন্য সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য পাঁচ দফা সমাধান প্রস্তাব উপস্থাপন করেছেন। ’
তিনি বলেন, ‘বাংলাদেশ সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে উল্লেযোগ্য অগ্রগতি অর্জন করেছে। আশা করা যাচ্ছে, অতি অল্প সময়ের মধ্যে সকল সূচক অর্জন করে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ ঘটবে। ’
শ ম রেজাউল করিম বলেন, ‘সীমিত ভূমি, সম্পদ ও সীমিত সাধ্য নিয়ে বাংলাদেশ প্রায় ১.২০ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার জনগণের জন্য আশ্রয়, রাস্তাঘাট, ব্রী জবা কালভার্ট, বৈদ্যুতিক লাইন, পয়োশোধনাগার, সৌর বাতি প্রভৃতির ব্যবস্থা করে তাদের প্রতি মানবিক সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে’।