ঢাকা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ করেছে বিজেপি। কিন্তু মমতা সাম্প্রদায়িক রাজনীতি করতে পারবেন না বলে সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছেন। একইসঙ্গে জানালেন, ৩০ মে ইফতারেও হাজির থাকবেন। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত।
মমতার অভিযোগ, বাংলায় সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে লোকসভা ভোটে বিজেপির বাড়বাড়ন্ত হয়েছে। তাঁর দাবি, ভোটে টোটাল হিন্দু-মুসলমান করা হয়েছে। আমি এই থিয়োরি মানি না। হিন্দু-মুসলিম, শিখ-খ্রিস্টান ভাগাভাগি মানি না। এই নির্বাচনে যা টাকার খরচ করেছে যে কোনও কেলেঙ্কারিকে হার মানিয়ে দেবে। দেশটা তো সবার। উগ্র হিন্দুত্ববাদ, উগ্র মৌলবাদ পছন্দ করি না। আমি উগ্রতার বিরুদ্ধে। প্রত্যেকটা ধর্মকে সহনশীল হওয়া উচিত বলে মনে করি।
মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ করা হলেও পরোয়া করেন না বলে সাফ জানিয়ে দেন তিনি।
মমতা বলেন, ‘এসব আমি বিশ্বাস করি না। মানি না। মেরে ফেলতে পারেন। এটাই আমার চিরকালের স্বভাব।’
তিনি জানান, ৩১ মে আবার বৈঠক রয়েছে কালীঘাটে। তার আগে ৩০ মে রয়েছে ইফতারে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী। মমতার কটাক্ষ, মুসলিমদের তোষণ করি। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। যে ডাকবে যাব। সূত্র : জি নিউজ।