হালুয়াঘাট (ময়মনসিংহ): ময়মনসিংহের হালুয়াঘাটের কাজিয়াকান্দা গ্রামে আবদুর রাজ্জাক (৫৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। গতকাল সন্ধ্যায় গরুর সবজি খাওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় নিহত আবদুর রাজ্জাকের বসতবাড়িতে প্রতিবেশী হেলালের (৩২) গরুর বাছুর ঝিঙ্গা গাছ খেতে আসলে রাজ্জাকের স্ত্রী আমেনা খাতুন লাঠি দিয়ে তাড়িয়ে দেন। তাড়া খেয়ে বাছুরটি পার্শ্ববর্তী ডোবায় পড়ে যায়। এই ঘটনায় হেলাল উদ্দিনের মা খোদেজা (৫২) দেখতে পেয়ে হেলাল ও তার স্ত্রীকে জানায়।
পরে সম্মিলিতভাবে হেলাল গংরা রাজ্জাকের বাড়িতে এসে তর্কবিতর্কের একপর্যায়ে এলোপাতাড়ি কিলঘুসি ও পিটাতে থাকে। এতে ঘটনাস্থলেই রাজ্জাকের মৃত্যু হয়। ঘটনায় নিহতের ছেলে আমিনুল ইসলাম (২৩) বাদী হয়ে তিনজনকে আসামী করে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করেন।
আসামীরা হলেন হেলাল উদ্দিন (৩২), আকলিমা খাতুন (২৫) ও খোদেজা খাতুন (৫২)। পুলিশ আকলিমা ও খোদেজাকে আটক করেছে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত শ্যামল চন্দ্র ধর বলেন, ঘটনার সঙ্গে জড়িতের অভিযোগে দু’জনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকী আসামীকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।