একবিংশ শতাব্দীতে এসেও পৃথিবীতে এমন অনেক স্থান বা প্রতিষ্ঠান রয়েছে যেখানে নারী প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। বাংলাদেশ প্রতিদিনের পাঠকদের জন্য রইলো আলোচনার কেন্দ্রে থাকা সেই স্থানগুলি-
১। মাউন্ট ওমিন-
২০০৪ সালে বিশ্ব হেরিটেজের অংশ হিসেবে চিহ্নিত হয়। তবু আজও জাপানের মাউন্ট ওমিনে নারীদের প্রবেশ নিষিদ্ধ।
কারণ হিসেবে উল্লেখ রয়েছে, ‘মহিলাদের উপস্থিতি পুরুষদের মনে লোভ সৃষ্টি করতে পারে। ‘এই নিয়ে বিতর্ক প্রচুর।
২।
মাউন্ট অ্যাথোস-
গ্রিসের মাউন্ট অ্যাথোসেও নারী প্রবেশ নিষেধ। এক সময় পর্যন্ত পুরুষ প্রবেশ নিষিদ্ধ ছিল এখানে। তবে ১৯৯৮ সালে বিশ্ব হেরিটেজ তালিকায় স্থান পাওয়া এই পাহাড়ি এলাকার মঠ, আশ্রমগুলিতে নারী প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।
৩। ম্লিমাদজি বিচ-
আফ্রিকার দক্ষিণ-পূর্বে অবস্থিত এই সমুদ্র সৈকত আসলে কমোর দ্বীপের অংশ। এখানকার ধর্মীয় আশ্রমগুলিতে নারী প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।
৪। ওকিনোশিমা-
জাপানের পবিত্র এলাকাগুলির মধ্যে অন্যতম ওকিনোশিমা। তবে এখানে নারী প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে। পুরুষদের ক্ষেত্রেও সারাবছর প্রবেশ অনুমতি থাকে না। প্রতি বছর মে মাসে প্রবেশের অনুমতি পান তারা।
৫। হোয়াইট জেন্টলম্যানস ক্লাব-
কার্যত ধনকুবেরদের ক্লাব। উনিশ শতকে জনপ্রিয়তা লাভ করেছিল। বর্তমানে এর অস্তিত্ব নিয়ে প্রশ্ন রয়েছে। তবে এক সময়ে অত্যন্ত আলোচনায় থাকত এই ক্লাব। নিজের ব্যাচেলার পার্টি এই ক্লাবে উদযাপন করেছিলেন প্রিন্স চার্লস। এখানেও নারী প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।