প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্তঃ সন্ত্রাস ও দূর্নীতি কবলিত পিরোজপুর জেলাকে মাত্র ৪ মাসে উন্নয়নের মহাসড়কে যুক্ত করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী এডভোকেট শ ম রেজাউল করিম এমপি। নেই দখল বাজী , বন্ধ হয়েছে সব ধরনের চাঁদাবাজী । কোন রকম পক্ষ বিপক্ষ সৃস্টি না করে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে রাজনীতি করা এবং আধুনিক পিরোজপুর গড়তে চলেছেন মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মহোদয় ।
এই বিশাল কর্মযজ্ঞে জেলার বেশীরভাগ মানুষ খুশী হলেও মনে মনে অসন্তুষ্ট হচ্ছেন সেই লুটেরা – সন্ত্রাসী – চাঁদাবাজ চক্রটি । তবে অচিরেই মুখ থুবড়ে পড়বে ঐ অসাধু গ্রুপটি। কারণ জনগণ আজ উন্নয়ন বান্ধব রাজনৈতিক অভিভাবক পেয়ে গেছে। ওদেরকে রুখে দিতে তারা আজ সর্বাগ্রে সোচ্চার। সাথে সাথে পিরোজপুর এর আপামর জনসাধারণ আজ মাননীয় গনপূর্তমন্ত্রী শ.ম. রেজাউল করিম এমপি মহোদয়ের প্রশংসায় পঞ্চমুখ।
আল্লাহর উপরে ভরসা রেখে বলছি ; মাননীয় মন্ত্রী মহোদয়ের জনকল্যাণ মূলক কাজে কেউ বাধার সৃস্টি করতে চাইলে সে যে ই হোক , তাকে মোকাবেলা করা হবে সাধারন জনগনকে সাথে নিয়ে ।
সবারই মনে রাখা উচিত :: সন্ত্রাস আর দুর্নীতির মাধ্যমে সাময়িক প্রভাব বিস্তার করা যায় , চিরস্থায়ী নয় ।
গণপূর্তমন্ত্রীর কারিশমায় ৪ মাসে উন্নয়নের মহাসড়কে পিরোজপুর
প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্তঃ সন্ত্রাস ও দূর্নীতি কবলিত পিরোজপুর জেলাকে মাত্র ৪ মাসে উন্নয়নের মহাসড়কে যুক্ত করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী এডভোকেট শ ম রেজাউল করিম এমপি। নেই দখল বাজী , বন্ধ হয়েছে সব ধরনের চাঁদাবাজী । কোন রকম পক্ষ বিপক্ষ সৃস্টি না করে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে রাজনীতি করা এবং আধুনিক পিরোজপুর গড়তে চলেছেন মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মহোদয় ।
এই বিশাল কর্মযজ্ঞে জেলার বেশীরভাগ মানুষ খুশী হলেও মনে মনে অসন্তুষ্ট হচ্ছেন সেই লুটেরা – সন্ত্রাসী – চাঁদাবাজ চক্রটি । তবে অচিরেই মুখ থুবড়ে পড়বে ঐ অসাধু গ্রুপটি। কারণ জনগণ আজ উন্নয়ন বান্ধব রাজনৈতিক অভিভাবক পেয়ে গেছে। ওদেরকে রুখে দিতে তারা আজ সর্বাগ্রে সোচ্চার। সাথে সাথে পিরোজপুর এর আপামর জনসাধারণ আজ মাননীয় গনপূর্তমন্ত্রী শ.ম. রেজাউল করিম এমপি মহোদয়ের প্রশংসায় পঞ্চমুখ।
আজকের দর্পনের প্রকাশক ও সম্পাদক এস এম নূরে আলম সিদ্দিকী বলেন,”আল্লাহর উপরে ভরসা রেখে বলছি ; মাননীয় মন্ত্রী মহোদয়ের জনকল্যাণ মূলক কাজে কেউ বাধার সৃস্টি করতে চাইলে সে যে ই হোক , তাকে মোকাবেলা করা হবে সাধারন জনগনকে সাথে নিয়ে ।
সবারই মনে রাখা উচিত :: সন্ত্রাস আর দুর্নীতির মাধ্যমে সাময়িক প্রভাব বিস্তার করা যায় , চিরস্থায়ী নয় ।”