হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ ২২ শে মে বুধবার লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিক্ষক সমিতি’র সভাপতি মোছাঃ সৈয়দা বেগম’র সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মাহাবুবুজ্জামান আহমেদ, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হাসান, উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বিপ্লব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন রহমান, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মিজানুর রহমান, তুষভান্ডার মহিলা কলেজের প্রভাষক মফিজুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি রেফাজ রাঙ্গা, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল সহ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক শিক্ষক আবু সাঈদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাহাবুবুজ্জামান আহমেদ।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।