রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুরের শ্রীপুরে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নামে একটি কলেজের প্রস্তাব নিয়ে শিক্ষক, সাংবাদিক, ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
(২১ মে মঙ্গলবার ) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রাম সংলগ্ন মাওনা চৌরাস্তার উড়ালসেতুর উত্তর-পাশে রাজ্জাক প্লাজায় ঐ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তাবিত শেখ হাসিনা কলেজের প্রতিষ্ঠাতা সদস্য স্থানীয় সাংসদ ইকবাল হোসেন সবুজ। আগামী শিক্ষা বর্ষে হতে ছাত্র-ছাত্রীদের ভর্তি কার্যক্রম শুরু হবে বলে জানা যায়।
আলহাজ্ব মুসলেহ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহার তালুকদারের সঞ্চালনায় ও শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ ফনি ভূষণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রস্তাবিত শেখ হাসিনা কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আঃ রাজ্জাক ফকির, শ্রীপুর কারিগরি কলেজের অধ্যক্ষ মোকছেদুর রহমান, মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্জাহান সিরাজ, হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নান সজল, আবেদ আলী গার্লস স্কুলের প্রধান শিক্ষক মতিউর রহমান, মিজানুর রহমান খান ডিগ্রি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাহফুজুল হক, প্রভাষক মাসুদ,বরমী বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বারী তারেক, মাওনা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান মোখলেছুর রহমান, গাজীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, মাওনা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলাল উদ্দিন, প্রস্তাবিত শেখ হাসিনা কলেজের দাতা সদস্য ও শ্রীপুর উপজেলা আ”লীগ নেতা লিয়াকত আলী ফকির প্রমূখ।