রাতুল মন্ডল শ্রীপুর: নাগরিকদের সেবাদানকারী সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানে দুর্নীতিরোধ, স্বচ্ছতা ও জবাব দিহিতা নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্রের পথ সুগম করা সহ তথ্য অধিকার আইনে নাগরিকদের অধিকার ও তথ্য প্রদানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রশাসন ও তথ্য কমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
‘তথ্য পেলে জনগণ, নিশ্চিত হবে সুশাসন’ প্রতিপাদ্যে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক কর্মশালা উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ফাতেমাতুজ জোহরার সভাপতিত্বে প্রশিক্ষক ও অতিথি ছিলেন প্রধান তথ্য কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ গোলাম কবির (উপসচিব) ।
প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয় সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও বেসরকারি সংস্থানের প্রতিনিধিরা। দুর্নীতি রুখে সুশাসন প্রতিষ্ঠায় তথ্যের গুরুত্ব, প্রাপ্তি ও তথ্য সরবরাহের নানাদিক কর্মশালায় অংশ গ্রহণকারীদের মধ্যে তুলে ধরা হয়।