গণমাধ্যমের অবস্থা করুণ থেকে করুণতর হবে: মান্না

Slider রাজনীতি


ঢাকা: এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে, স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের অবস্থা করুণ থেকে করুণতর হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। সোমবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন-বিআরজেএফ এর আয়োজনে ‘গণমাধ্যমে চলমান অস্থিরতা নিরসনে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে এ মন্তব্য করেন। তিনি বলেন, এই সরকারের অধীনে গণমাধ্যম চরম অস্থির সময় পার করছে। যতো দিন যাচ্ছে, গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মীদের অবস্থা আরো শোচনীয় হচ্ছে। সরকার গণমাধ্যমের গলা টিপে ধরেছে। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে, স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের অবস্থা আরো করুণ থেকে করুণতর হবে।

প্রকৌশলী আ, হ, ম মনিরুজ্জামান দেওয়ান মানিকের সভাপতিত্বে ও ডিইউজে সদস্য মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারের পরিচালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন, বিএফইউজের মহাসচিব এম আবদুল্লাহ, ডিইউজে সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ডিইউজে সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ডিআরইউ সাবেক সাধারণ সম্পাদক মোরসালীন নোমানী ও শিক্ষক নেতা জাকির হোসেন। দোয়া ও মোনাজাত করেন মাওলানা ইব্রাহিম খলিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *