ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীতে বিশাল মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ শনিবার বেলা সোয়া ১২ টার দিকে রাজধানীর নাইটিঙ্গেল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে জোনাকি হল ঘুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা কারান্দি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা শ্লোগান দেন। মিছিলে ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান রাজ, পশ্চিমের সভাপতি এনামুর রহমানসহ কয়েক হাজার ছাত্রদলের নেতাকর্মী অংশগ্রহণ করেন।