ডেস্ক: ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মাশরাফি বিন মর্তুজা। ডাবলিনের টুর্নামেন্টের শেষ ম্যাচে টাইগাররা পাচ্ছে না দলে সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আয়ার্যাল্যান্ডের বিপক্ষের ম্যাচে চোট পান সাকিব।
বাংলাদেশ সময় বেলা ৩.৪৫ টায় শুরু হবে ত্রিদেশীয় সিরিজে ফাইনাল ম্যাচ। পুরো সিরিজে প্রথমবারের মতো টসে জিতলো মাশরাফি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচেই জয় পেয়েছে টাইগাররা। প্রথম ম্যাচে ৮ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে জয় পায় বাংলাদেশে।
এর আগে ৬ ফাইনালের একটিতেও জয় পায়নি বাংলাদেশ। তবে এবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সে আক্ষেপ দূর করতে চায় টাইগাররা।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ দল: সুনিল আব্রিস, শাই হোপ, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথন চার্টার, জেসন হোল্ডার, ফাবিয়েন অ্যালেন, অ্যাশলে নার্স, কেমার রোচ, রামন রেইফার ও শ্যানন গ্যাব্রিয়েল। ।