প্রসেসিং, বাড়ি ভাড়াসহ সব রকমের ব্যবস্থা করেছি। কিন্তু শেষ পর্যন্ত তারা ২২২ হজযাত্রীর কাছ থেকে ২ কোটি ২৮ লাখ টাকা আত্মসাৎ করেন। এতে আমাদের বিরাট ক্ষতি হয়েছে। কারণ আমরা এই হজযাত্রীদের জন্য সব রকম ব্যবস্থা করেছি। কিন্তু দালালদের কাছ থেকে পুরো টাকা পাইনি।
তিনি বলেন, তারা পুরো টাকা দিবে দিবে করেও পরিশোধ করেনি। শেষ পর্যন্ত আমাদের এজেন্সির ৫৪ জনকে সরকার টিকেটের ব্যবস্থা করে দিলে সব হজযাত্রী হজ করতে সক্ষম হন।
দালালদের বিরুদ্ধে ব্যবস্থার ব্যাপারে আব্দুর রব বলেন, তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় দুটি মামলাসহ একাধিক মামলা এবং জিডি করেছি। সে কারণে তারা নানা হুমকি এবং হামলার ভয় দেখাচ্ছে। তারা টাকা পরিশোধ করেছে এই মর্মেও আমাদের বিরুদ্ধে মামলা করেছে। কিন্তু আমি বুঝতে পারছি না কিভাবে কোনো ডকুমেন্টস ছাড়া শুধু সাদা কাগজে লিখিত পরিশোধের কথা উল্লেখ করে মামলা হয়।
তাই টাকা আত্মসাৎকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, এজেন্সি দুটির কর্মচারী এম এ তাহের, সিরাজ, ফয়েজ চৌধুরী প্রমুখ।