ডেস্ক: নাইজেরিয়ায় হামলা চালিয়ে ১১ সেনা সদস্যকে হত্যার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস। তাদের বার্তা সংস্থা আমাক-এর মাধ্যমে এ হামলার দায় স্বীকার করা হয়েছে। এতে বলা হয়েছে, শুক্রবার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর বোর্নো’তে সেনাবাহিনীর বিরুদ্ধে হামলা চালায় তারা।
একই সঙ্গে তারা পুড়ে যাওয়া ব্যারাক ও মৃতদেহগুলোর ছবি প্রকাশ করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হামলার বিষয়টি একটি হাসপাতাল সূত্র সহ তিনটি সূত্র নিশ্চিত করেছেন। তারা বলেছেন, জঙ্গিরা একটি মোটরসাইকেলে করে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে শহরে প্রবেশ করে। এরপর শহরবাসী ও সেনাবাহিনীর বিরুদ্ধে এলোপাতাড়ি গুলি ছোড়ে।
এ সময় সেনাবাহিনী বিমানবাহিনীর সহায়তা চাইলে হামলাকারীরা পালিয়ে যায়।