ঋণ পেতে মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছেন চামড়া ব্যবসায়ীরা

অর্থ ও বাণিজ্য

chamraহাজারিবাগের ট্যানারি দ্রুত স্থানান্তর ও সাভারের চামড়া শিল্পনগরিতে অবকাঠামো নির্মাণে ব্যাংক ঋণ পেতে শিল্প মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছেন বাংলাদেশ ফিনিস্ড লেদার, লেদার গুড্স অ্যান্ড ফুট ওয়্যার এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) নেতারা।

রোববার শিল্পমন্ত্রণালয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠককালে অ্যাসোসিয়েশনের নেতারা এ সহায়তা চেয়েছেন।

বৈঠকে নেতারা বলেন, চামড়া শিল্পনগরিকে পরিবেশবান্ধব শিল্পনগরি হিসেবে গড়ে তুলতে হলে অত্যাধুনিক মেশিনারি স্থাপন ও উন্নতমানের অবকাঠামো নির্মাণ করতে হবে। অবকাঠামো নির্মাণে ৩ হাজার ৩০০ কোটি টাকা ও নতুন মেশিনারি স্থাপনে ১ হাজার ৮০০ কোটি টাকা ব্যয় হবে। এ টাকার সংস্থান করতে তারা সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ঘোষিত সার্কুলারের দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

শিল্পমন্ত্রী বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই হাজারিবাগের ট্যানারি স্থানান্তর করে সাভারে পরিবেশবান্ধব চামড়া শিল্পনগরি চালু হবে। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে ট্যানারি মালিকদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়েছে। অবকাঠামো ও মেশিনারি স্থাপনে উদ্যোক্তাদের সহায়তার অংশ হিসেবে সরকার ২শ’ ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করছে।

এরপরও দ্রুত চামড়া শিল্পনগরি চালুর স্বার্থে উদ্যোক্তাদের যে কোনো বাস্তবসম্মত সমস্যার সমাধানে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করা হবে বলে তিনি জানান।

বৈঠকে সংসদ সদস্য এ.কে.এম রহমতউল্লাহ, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ, চামড়া শিল্পনগরি ঢাকা-এর প্রকল্প পরিচালক সিরাজুল হায়দার, মন্ত্রণালয়ের যুগ্মপ্রধান লুৎফর রহমান তরফদার, বিএফএলএলএফইএ-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু তাহের, নির্বাহি কমিটির সদস্য মোঃ শহিদুল্লাসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *