সিডর কেড়ে নিল বড় ছেলে, মা ও ছোট ছেলেকে ফণী

Slider বাংলার মুখোমুখি


বরগুনা: বড় ছেলেকে কেড়ে নিয়েছে ঘূর্ণিঝড় সিডর। আর এবার নিজের মা ও ছোট ছেলেকে নিয়ে গেল ফনী। ফণীর আঘাতে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দরিদ্র জেলে ইব্রাহিমের ছেলে ও মা ঘরের নীচে চাপা পড়ে নিহত হয়েছেন।

এর আগে ২০০৭ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর যখন উপকূলে আঘাত হানে তখন মাছ ধরার ট্রলারে ছিলেন ইব্রাহীম। পরে ঝড়ে উল্টে যায় তার ট্রলার। সাগরে ভাসতে থাকেন তিনি। এদিকে আশ্রয় প্রকল্পে যাওয়ার সময় জলোচ্ছ্বাসের কারেণ স্ত্রী জেসমিনের কোল থেকে ছিটকে পড়ে চিরতরে হারিয়ে যায় তাদের একমাত্র ছেলে।

সর্বশেষ গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে প্রলয়ংকরী আরেক ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ঘরের নীচে চাপা পড়ে নিহত হন তার মা নূরজাহান বেগম এবং ছোট ছেলে জাহিদুল।

এই ঘটনার পর ইব্রাহীমের বড়িতে যান বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন। এই সময় তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪০ হাজার টাকা তুলে দেন ইব্রাহীমের হাতে। এ সময় তিনি বলেন, ইব্রাহীম অনেক কষ্ট করে জীবন নির্বাহ করছে।

ইব্রাহীম যাতে সরকারি ও বেসরকারিভাবে আরো সহযোগিতা পান সেই বিষয়ে সচেষ্ট থাকবেন বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *