আমতলী ( বরগুনা): ঘূর্ণিঝড় ফণী আতঙ্কে বরগুণা জেলার আমতলী-তালতলীর উপজেলার উপকূলীয় এলাকার প্রায় দুই লক্ষাধীক মানুষ জান মাল ও গবাদী পশু নিয়ে সাইক্লোন সেল্টারে আশ্রয় নিয়েছে। এতে সাইক্লোন সেল্টারগুলোতে দেখা দিয়েছে উপচে পড়া ভীড়। ফণীর প্রভাবে আমতলী ও তালতলী উপজেলায় ৪ লক্ষাধিক মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
উপকূলীয় মানুষ ও জেলেদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার জন্য আজ বিকেল পাঁচটা থেকে দুই হাজার ৫’শ ২০ জন সেচ্ছাছাসেবী কাজ করছে। বঙ্গোপসাগরে অবস্থানরত মৎস্যজীবীরা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। সাগর উত্তাল রয়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি ২ ফুট বৃদ্ধি পেয়ে বন্যা নিয়ন্ত্রন বাঁধের বাহিরের চরাঞ্চল তলিয়ে গেছে। ঘূর্ণিঝড় ফণী পায়রা সমুদ্র বন্দর তথা উপকূলীয় এলাকায় ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে আজ দুপুর ১ টা থেকে আমতলী- তালতলীর উপকূলীয় এলাকায় বৃষ্টি, হালকা দমকা হাওয়া ও গুমোট আবহাওয়া বিরাজ করছে। বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করে।।