দু’একজনের শপথে সরকার বৈধতা পাবে না: মওদূদ

Slider বাংলার মুখোমুখি


ঢাকা: বিএনপি থেকে দু’একজন শপথ নিলেও এই সংসদ বৈধতা পাবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলাদলের আয়োজনে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সরকার প্রধানসহ তাদের নেতৃবৃন্দ বিভিন্ন সময় বলেছেন বিএনপি থেকে যারা নির্বাচিত হয়েছেন তারা যেন সংসদে আসেন। আমি বলবো তারা সংসদে যাক আর না যাক, এ সংসদের বৈধতা কখনই অর্জন করা সম্ভবপর হবে না। জাহিদুর রহমান সংসদে গিয়েছেন, যদি আরো দুই-একজন যান সরকারের কি সুবিধা হবে জানি না। তবে দেশের মানুষ জানবে এসব কারণে এই সংসদের বৈধতা কখনই আসবে না, আসতে পারে না। কারণ এই সরকার জনগণের প্রতিনিধিদের দ্বারা সংগঠিত হয়নি। সরকার খালেদা জিয়ার মুক্তি চায় না দাবি করেন বিএনপির এই নেতা বলেন, এই সরকার চায় না বেগম খালেদা জিয়ার মুক্তি হোক। কারণ তারা জানে বেগম জিয়ার মুক্তি মানে গণতন্ত্রের মুক্তি।
তাকে মুক্তি দিলে দেশে গণতন্ত্র ফিরে আসবে, একদলীয় শাসনের অবসান ঘটবে এবং বিচার বিভাগের স্বাধীনতা ফিরে আসবে।

মানববন্ধনে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক হেলেন জেরিন খান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *