মাহফুজ উল্লাহর মৃত্যুর খবর নিয়ে বিভ্রান্তি

Slider বিচিত্র


ঢাকা: সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহর মৃত্যুর খবর নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। সংবাদমাধ্যমে খবর প্রচারিত হয়েছে তিনি আজ দুপুরে ব্যাংককের একটি হাসপাতালে মারা গেছেন। সন্ধ্যার দিকে তার বড়ভাই অধ্যাপক মাহবুব উল্লাহ জানান, তারা কোন সূত্র থেকেই মৃত্যুর খবর জানতে পারেননি। চিকিৎসকরাও নিশ্চিত করে পরিবারকে কিছু বলেনি। তবে তার অবস্থা সংকটাপন্ন।

এদিকে জ্যেষ্ঠ সাংবাদিক মাহফুজউল্লাহর মৃত্যুর খবর ছড়ালেও তিনি বেঁচে আছেন বলে জানিয়েছেন তার মেয়ে নুসরাত হুমায়রা। আজ রবিবার সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন মাহফুজউল্লাহর সঙ্গে থাকা তার মেয়ে নুসরাত বলেন, ‘বাবা বেঁচে আছেন। বাবার পাশেই আমি বসে আছি।’

এর আগে বিকালে মাহফুজউল্লাহ মারা গেছেন বলে খবর ছড়িয়েছিল।

তখন বিএনপি নেতা ও ড্যাবের সাবেক মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেছিলেন, বিকাল ৩টা ১০ মিনিটে মাহফুজউল্লাহর লাইফ সাপোর্ট খুলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

এরপর মাহফুজউল্লাহর মৃত্যুতে শোক জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে বিবৃতিও আসে দলটির পক্ষ থেকে।

তবে বিএনপি সমর্থক চিকিৎসকদের নেতা জাহিদ সন্ধ্যার বলেছেন, উনার লাইফ সাপোর্ট অফ করা হয়েছে, তবে হদস্পন্দন আছে। উনার মৃত্যুর ঘোষণা দেননি চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *