ভারতে চলছে লোকসভা নির্বাচন। মোট ৭ দফায় অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন। এরই মধ্যে দুই দফা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রথম দফা ভোটগ্রহণ হয় গত ১১ এপ্রিল।
দ্বিতীয় দফার ভোটগ্রহণ হয়েছে ১৮ এপ্রিল (বৃহস্পতিবার)।
দ্বিতীয় দফার দিন ৪৮ জন সন্তানকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন এক ব্যক্তি। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দেশটির মহারাষ্ট্রের অমরাবতীতে।
তবে এই সন্তানগুলো নিজের নয়। বরং তাদের দেখাশোনা করেন শঙ্কর পাপা পাপকর নামের ওই ব্যক্তি। তিনি একজন সমাজসেবী। অনাথ শিশুদের দেখাশোনা করেন। বছরের পর বছর ধরে এই কাজটাই করে আসছেন শঙ্কর।
বৃহস্পতিবার তার অনাথ আশ্রমের ৪৮ জন অনাথ প্রথমবার ভোট দিলেন। তাদের নিয়েই অমরাবতীর ভোটকেন্দ্রে যান শঙ্কর। এই অনাথরা তাকে বাবা বলেই ডাকেন। এরইমধ্যে এ ঘটনার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এদিকে লাটুরে ১০৫ বছরের বৃদ্ধা কাবাই বাই গণপতি কাম্বলে হুইল চেয়ারে করে ভোট দেন। ঠিকমতো চোখে দেখতে পান না তিনি। তবুও প্রবল উৎসাহে ভোট দিতে এসেছিলেন। তার সঙ্গেও ছিলো এক গাদা সন্তান-সন্ততি ও নাতি-নাতনিরা।