সিলেটে জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের তামাবিল সড়কের পাখিটিকি নামক স্থানে একটি মৎস্য খামার থেকে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে প্রায় দেড় বছর বয়সী ওই শিশুর লাশ পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে জৈন্তাপুর থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তাৎক্ষণিকভাবে শিশুটির পরিচয় এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির।