হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে হত্যাকারীদের ফাঁসির দাবীতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার প্রানকেন্দ্র তুষভান্ডার এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৭ ই এপ্রিল বুধবার সকাল ১১ টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে বিভিন্ন পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় রাফি হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ সাজার দাবি জানান বক্তারা। তাঁরা বলেন, খুন-ধর্ষণ এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
ঘটনা ঘটার পর বিচার না হওয়া বা বিচারে দীর্ঘসূত্রতার কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে অভিযোগ করা হয়।
‘নিপীড়নের বিরুদ্ধে কালীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের ব্যানারে সংগঠনের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নুর আলমগীর অনু পরিচালনায় এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সভাপতি আব্দুল মালেক, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক বাবু তপন কুমার রায়, তুষভান্ডার ইউনিয়ন মুক্তিযোদ্ধা লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান হেলাল, জেলা যাত্রী কল্যান সমিতির যুগ্ন আহবায়ক সাব্বির আহমেদ লাভলু, উদয়ন কোচিং সেন্টার এর পরিচালক এস কে মুসা আহমেদ প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন বিভিন্ন গনমাধ্যমের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।