গাজীপুরের টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগে ডাক্তার না থাকার কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছে রোগীরা। এঘটনায় রোগীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।
জানা যায়, আজ দুপুরে ২৫০ শষ্যা হাসপাতালের নতুন ভবনে ডাক্তারদের মধ্যে মধ্যাহ্ন ভোজের আয়োজনে সব চিকিৎসকরা রোগী দেখা বন্ধ করে খেতে যান। এসময় রোগীরা হাসপাতালে এসে ঘণ্টার পর ঘণ্টা চিকিৎসা সেবা না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন।
টঙ্গী আরিচপুর জামাইবাজার এলাকার আলামিন বলেন, আমার অসুস্থ মেয়ে মিমকে (১০) নিয়ে চিকিৎসা নিতে হাসপাতালে যাই। পরে ঘন্টার পর ঘন্টা ডাক্তার না পেয়ে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান।
এবিষয়ে জরুরি বিভাগের এক চিকিৎসক মাসুদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ডাক্তারদের মধ্যে খাওয়া দাওয়ার প্রোগ্রাম ছিল।
ঘণ্টার পর ঘন্টা ডাক্তার ছিলো না এ বিষয়টি মিথ্যা।
এব্যাপারে হাসপাতালের উপ-পরিচালক ডা. কমর উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এবিষয়টি আমার জানা নাই।