বান্দরবান সংবাদদাতা
গ্রাম বাংলা নউজ২৪.কম
বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের জামছড়ি এলাকায় মায়ানমারের সীমান্তরক্ষি বাহিনীর গুলিতে এক বাংলাদেশী কাঠুরিয়া গুলিবিদ্ধ হয়েছে। তার নাম দিল মোহাম্মদ ওরফে দিূ (৩৫)।
বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে ৪৬ নং পিলারের কাছে জামছড়ির আগা নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ঐ সীমান্তে লোকজনদের চলাফেরার উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিজিবি টহলও জোরদার করেছে। আতংক দেখা দিয়েছে সীমান্তে বসবাসকারী লোকজনদের মধ্যে। স্থানিয় ইউপি সদস্য মোহাম্মদ হাসান ঘটনার সত্য¡তা স্বীকার করে জানান, আশারতালি এলকার দিল মোহাম্মদ সহ তিন কাঠুরিয়া মিলে জামছড়ির আগা সীমান্তে কাঠ কাটতে গেলে সেখানে মায়ানমারের সীমান্তরক্ষি বাহিনী বিজিপির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে এতে দিল মোহাম্মদ মারাত্মক আহত হয়। তাকে সীমান্ত থেকে উদ্ধার করে প্রথমে নাইক্ষংছড়ি হাসপাতাল ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিজিবির পক্ষ হতে এখনো কোন বক্তব্য পাওয়া যায়নি। সীমান্তের একাধিক সূত্র জানিয়েছে মায়ানমারের জিরো লাইনে কোন বাংলাদেশী প্রবেশ করলে তাকে দেখা মাত্র গুলি করার নির্দেশ দিয়েছে মায়ানমারের সীমান্তরক্ষি বাহিনী। নাইক্ষ্রংছড়ির স্থানীয় জনপ্রতিনিধিরা এর সত্বতা স্বীকার করেছেন। উল্লেখ্য গত ২৮ মে উপজেলার দোছড়ি সীমান্তের পাইনছড়ি এলাকায় মায়ানমারের সীমান্ত রক্ষি বাহিনী বিজিপির গুলিতে বিজিবির এক নায়েক সুবেদার নিহত হয়। এ ঘটনার পর থেকে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।