পাবনা: সন্ত্রাসবাদের অনিশ্চিত জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরতে পাবনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৫ জেলার ৬ শতাধিক চরমপন্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন।
আজ মঙ্গলবার বিকেল ৩টায় পাবনার শহীদ অ্যাডভোকেট আমিনউদ্দিন স্টেডিয়ামে জেলা পুলিশের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন এই চরমপন্থীরা।
আত্মসমর্পণকারী এসব চরমপন্থী দলের মধ্যে রয়েছে- পূর্ববাংলার সর্বহারা, পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (লাল পতাকা), নিউ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি ও কাদামাটি।
জেলা পুলিশ সূত্র জানায়, পাবনা, ঈশ্বরদী, নাটোর, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, রাজশাহী, রংপুর, কুষ্টিয়া, নড়াইল, রাজবাড়ী, যশোর, খুলনা, সাতক্ষীরা, টাঙ্গাইল, ফরিদপুর জেলায় সক্রিয় বিভিন্ন চরমপন্থী দলের সদস্যরা স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ করেছেন।
এর আগে গতকাল সোমবার বিকালে খুলনার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে খুলনাসহ বিভাগের চার জেলার চরমপন্থী দলের মোট ৪৫ জন সক্রিয় সদস্য আত্মসমর্পণ করেছে। এ সময় তারা পুলিশের কাছে সাতটি আগ্নেয়াস্ত্র জমা দিয়েছে।
এদিকে আত্মসমর্পণকারীদের অনেকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, বিস্ফোরক ও অস্ত্র মামলা রয়েছে। তারা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। আত্মসমর্পণ করলেও তাদের নিয়মিত মামলা চলবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম। পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে আত্মসমর্পণ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়।