আবরারের মৃত্যু: ‘পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতেই হবে’

Slider বাংলার আদালত


ঢাকা:রাজধানীর প্রগতি সরণিতে বাসচাপায় নিহত বিশ্ববিদ্যালয় ছাত্র আবরার আহমেদ চৌধুরীর পরিবারকে ‘জরুরি খরচ’ বাবদ ১০ লাখ টাকা দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের দেয়া ওই আদেশ স্থগিত চেয়ে সুপ্রভাত পরিবহনের মালিকপক্ষের আবেদন আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যদের আপিল বেঞ্চ খারিজ করে দিয়েছেন।

রিটকারী আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, সর্বোচ্চ আদালতের এই আদেশের ফলে সুপ্রভাত পরিবহনকে এখন ১০ লাখ টাকা দিতেই হবে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ছিলেন আবরার। গত ১৯শে মার্চ বিইউপিতে ক্লাস করার জন্য প্রগতি সরণিতে দাঁড়িয়ে থাকা বিইউপির বাসে উঠতে যাচ্ছিলেন তিনি। এ সময় সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে তিনি নিহত হন। এ ঘটনার পর সন্ধ্যায় পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তার সহপাঠীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *