বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ সংলগ্ন লোকালয়ে আসা একটি চিত্রল হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। রবিবার সকালে সুন্দরবনের ঢাংমারী ষ্টেশনের কর্মকর্তারা হরিণটিকে উদ্ধার করে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে অভমুক্ত করেন।
সুন্দরবনের করমজল বন্য প্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, একটি চিত্রল হরিণ পথ ভুলে রবিবার সকালে পশ্চিম ঢাংমারি গ্রামে চলে আসে। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঢাংমারী ষ্টেশন কর্মকর্তা মো. হান্নানের নেতৃত্বে বন বিভাগের একটি দল লোকালয়ে আসা হরিণটিকে উদ্ধার করে।
পরে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে অবমুক্ত করা হয়।