বিচার ব্যবস্থায় তথ্য প্রযুক্তি সেবা চালু

বাংলার আদালত

2012-01-17-08-18-05-4f152ebdddb40-high-court1_22846সুপ্রিম কোর্ট ও দেশের ২শ’টি অধস্তন কোর্টের কার্যক্রম ও মামলা ব্যবস্থাপনায় আধুুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে বিচারপ্রার্থী, আইনজীবীসহ সংশ্লিষ্টদের দ্রুত সেবা প্রদান কার্যক্রম চালু করা হয়েছে।

মামলার তথ্যাদি ডিজিটাল পদ্ধতিতে প্রর্দশনের জন্য সুপ্রিম কোর্টে সার্ভারসহ পূর্ণাঙ্গ ওয়েবসাইট স্থাপন করা হয়েছে। বিচার ব্যবস্থাকে আধুনিকায়ন এবং বিচারের দীর্ঘসূত্রিতা লাঘবে সহায়ক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে আইন মন্ত্রালয় সূত্র জানায়।

সংশ্লিষ্টরা জানান, আদালতসমুহে মামলার তথ্যাদি ডিজিটাল পদ্ধতিতে প্রর্দশনের ব্যবস্থা করায় মামলা সংক্রান্ত তথ্যাদি সংগ্রহ এখন অনেক সহজতর হয়েছে। ফলে সময় ও অর্থেরও অনেক সাশ্রয় হচ্ছে।

সুপ্রিম কোর্টের কম্পিউটার সিষ্টেম এনালিষ্ট কাজী পারভেজ আনোয়ার বলেন, সুপ্রিম কোর্টে মামলা ব্যবস্থাপনা ও মামলা সম্পর্কিত তথ্য সরবরাহে ডিজিটাল ডিসপ্লে স্থাপন ও মামলা সম্পর্কিত তথ্য জানাতে এসএমএস সার্ভিস চালু করা হয়েছে। এছাড়াও বিভিন্ন তথ্য সরবরাহ ও সেবা প্রদানে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটকে সমৃদ্ধ করা হয়েছে।

তিনি আরও বলেন, ওয়েবসাইটে মামলার সর্বশেষ তথ্য সরবরাহ করা হয়। প্রতিদিনকার কার্যতালিকা, মামলার বেসিক তথ্য, মামলার সংক্ষিপ্ত বিবরণ এবং রায় ও আদেশ প্রতিদিন আপলোড করা হয়ে থাকে। ওয়েবসাইট সার্চ করলেই এসব তথ্য পাওয়া যাবে।

সুপ্রিম কোর্টের ইতিহাস, বিভিন্ন তথ্য, সংবিধান, রুলস, কোর্ট ক্যালেন্ডার, বিভিন্ন আইন ও নজিরসহ সর্বোচ্চ আদালতে টেন্ডার, রিক্রুটমেন্ট, গেজেট, নোটিশ ইত্যাদি বিষয়ও ওয়েবসাইটে সরবরাহ করা হবে। এছাড়া মামলার শুনানির তথ্য সঙ্গে সঙ্গেই ওয়েবসাইটে দেয়া হয়।

এর ফলে সুপ্রিম কোর্টের বিচারিক বেঞ্চগুলোতে মামলার প্রতিদিনকার কার্যতালিকা এখন ওয়েবসাইটে পাওয়া যাবে।

মামলা সম্পর্কিত তথ্য সরবরাহে ৫টি ডিজিটাল ডিসপ্লে স্থাপন করা হয়েছে। প্রধান বিচারপতির কার্যালয়, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবন, এটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিমকোর্টের এনেক্স ভবনে স্থাপিত এসব ডিজিটাল ডিসপ্লে থেকে মামলার সর্বশেষ তথ্য জানা যাবে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) সাবেক সম্পাদক এডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী এ বিষয়ে বলেন, সরকার দেশকে আধুনিক তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টকেও পুরোপুরি আধুনিক তথ্য প্রযুক্তির আওতায় আনতে ইতোমধ্যে অনেক কার্যক্রম চালু করা হয়েছে। ওয়েবসাইটকে সমৃদ্ধ করা হয়েছে। এরমধ্যে ডিজিটাল ডিসপ্লে স্থাপনও একটি যুগান্তকারী পদক্ষেপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *