মজুরি কমিশন, গ্র্যাচুইটি, পিএফ-এর টাকা প্রদানসহ ৯ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকলে টানা ৭২ ঘণ্টার ধর্মঘট চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা। শ্রমিকরা বিভিন্ন স্থানে রাজপথ ও রেলপথ অবরোধ করেছে। । আজ বুধবার সকাল ৮টা থেকে খুলনা-যশোর মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে রেখেছেন পাটকল শ্রমিকরা।
অবরোধের কারণে খুলনার সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
শ্রমিকরা নতুন রাস্তা মোড়ে অবস্থান নিয়ে খুলনা-যশোর মহাসড়ক, নতুন রাস্তা মোড় থেকে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড সড়ক, বিআইডিসি সড়ক এবং রেলপথ অবরোধ করে রেখেছেন। এ ছাড়াও বিক্ষোভ মিছিল, টায়ারে আগুন জ্বেলে বিক্ষোভ প্রদর্শন ও সমাবেশ করছেন শ্রমিকরা।
শ্রমিকদের ধর্মঘটের কারণে পাটকলগুলোতে উৎপাদন বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই ধর্মঘট চলবে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত।