নারী পুরুষের তুলনায় বেশি অনুভূতিপ্রবণ কি না, তা নিয়ে অনেকেরই বিভিন্ন মত ছিল। সম্প্রতি এক গবেষণার আলোকে এটি প্রমাণিত হলো যে,
পুরুষের তুলনায় নারী বেশি অনুভূতিপ্রবণ। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।গবেষণার জন্য বিজ্ঞানীরা হাজারখানেক অস্ট্রেলিয়ান ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছেন।
গবেষকরা এতে দেখেন, পুরুষের তুলনায় সঙ্গীর আবেগ-অনুভূতি ইত্যাদির প্রতি নারী বেশি অনুভূতিপ্রবণ এবং এ বিষয়গুলো তারা দ্রুত অনুভব করতে পারে।
পুরুষের মনে কোনো নেতিবাচক অনুভূতি তৈরি হলে নারী তা দ্রুত বুঝতে পারে। নারীর ক্ষেত্রে এ হার শতকরা ২৪ ভাগ হলেও পুরুষ সে তুলনায় কম (৭%)।
গবেষকদের একজন ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের প্রফেসর পল ফ্রিজটার্স জানান, তারা নেতিবাচক আঘাতপ্রাপ্ত ব্যক্তিদের এ গবেষণায় অন্তর্ভুক্ত করেন। এর মধ্যে ছিল কোনো বন্ধুর মৃত্যু, চাকরি হারানো কিংবা অসুস্থ হওয়া।
গবেষণায় দেখা যায়, পুরুষ ঠিক প্রতিক্রিয়াহীন নয় কিন্তু তাদের সঙ্গীর মানসিক বিষয়ে পুরুষের মাঝে কম প্রভাব পড়ে।