নেপালের দক্ষিণাঞ্চলে প্রবল ঝড়বৃষ্টিতে অন্তত ২৫ জন নিহত হয়েছে। এক ট্যুইট বার্তায় নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি ঝড়ে ২৫ জনের মৃত্যু ও চার শতাধিক ব্যক্তির আহত হওয়ার খবর জানিয়েছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
নিউইয়র্ক টাইমস’র খবরে বলা হয়েছে, রবিবার সন্ধ্যায় নেপালের বারা ও পারসা জেলার ওপর দিয়ে ভারী ঝড়বৃষ্টি বয়ে যায়।
বারা জেলার শীর্ষ কর্মকর্তা রাজেশ পাউদেল জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত অনেক এলাকায় উদ্ধারকারীরা এখনও পৌঁছতে পারেননি, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রীর টুইটে বলা হয়েছে, উদ্ধার কার্যক্রম পরিচালনায় ও জরুরি ত্রাণ সহায়তা দেয়ার জন্য হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।