পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ২২ জেলার ১০৭টি উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ৮টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। এরপর শুরু হয় ভোট গণনা। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মোটামুটি ভোট শান্তিপূর্ণ হলেও নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল কম।
নির্বাচন কমিশন এ ধাপে ১২২টি উপজেলার নির্বাচনী তফসিল ঘোষণা করেছিল। কিন্তু এ ধাপেও ১৫টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান—এ তিন পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এসব উপজেলার ভোটাররা ভোট দেওয়ার সুযোগ পাননি।
এছাড়া আদালতের আদেশ প্রতিপালনের জন্য চারটি ও অবৈধ প্রভাব বিস্তারের অভিযোগে দুটি উপজেলার নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।
আর তৃতীয় ধাপ থেকে স্থানান্তর করা ছয়টি উপজেলা এ ধাপে যোগ হয়েছে। সব মিলিয়ে ভোট হয় ১০৭ উপজেলায়। এর মধ্যে ছয় উপজেলায় ভোটগ্রহণ হয় ইভিএমে।