অগ্নিকাণ্ডে কেউ নিখোঁজ নেই: পুলিশ

Slider বাংলার মুখোমুখি


ঢাকা:ঢাকার বনানীর কামাল আতাতুর্ক সড়কের ২২ তলা এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ নিখোঁজ নেই বলে জানিয়েছেন গুলশান জোনের উপ কমিশনার (ডিসি) মুশতাক আহমেদ। আজ শুক্রবার সকালে ঘটনাস্থলে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ডিসি মুশতাক আহমেদ বলেন, ক্ষতিগ্রস্ত ভবনের সামনে যান চলাচল সীমিত করে দেওয়া হয়েছে। লোকজনের চলাচলও সীমিত। অগ্নিকাণ্ডে ভবনটির কাচ ভেঙে গেছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এ কারণে মানুষ ও যান চলাচল সীমিত করা হয়েছে। তিনি বলেন, ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। উদ্ধার কাজ শেষ হলেই রাস্তাটি মানুষ ও যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

ডিসি মুশতাক আহমেদ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ নিখোঁজ নেই। এখন পর্যন্ত ২৫ জনের লাশ পাওয়া গেছে। নিহত ব্যক্তিদের মধ্যে একজন শ্রীলঙ্কান। ২৪ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একজনকে শনাক্ত করা যায়নি। তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে।

নিরাপত্তার কারণে ভবনের প্রতিটি তলায় পুলিশ সদস্য রয়েছে বলেও জানান ডিসি।

গতকাল বৃহস্পতিবার দুপুরে বনানীর কামাল আতাতুর্ক সড়কের ২২ তলা এফ আর টাওয়ারে আগুন লাগে। পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ আগুন লাগার ঘটনার ৩৭ দিনের মাথায় এই অগ্নিকাণ্ড ঘটল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *